নাটোরের নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউনের ৫ম দিন অতিক্রান্ত হতে চললেও কমেনি করোনা সংক্রমন। এর জন্য মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন প্রশাসনসহ বিশেষজ্ঞমহল। কারণ যথেষ্ঠ প্রচারণার পরেও মানুষ মানছে না স্বাস্থ্যবিধি, পড়ছে না মাস্ক। নাটোর সদর হাসপাতালে গত রাতে ১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের সংক্রমন পাওয়া গেছে। সংক্রমনের হার ৩৩.৮০ শতাংশ বলে আজ রবিবার সকালে সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান। জেলায় মোট আক্রান্ত ২৭৪০ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৬ জন। এছাড়া হোম কোয়ান্টোইনে রয়েছেন ১০৯৭ জন। এদিকে লকডাউনের ফলে নিন্ম আয়ের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বেরিয়ে আসছে হাটে বাজারে। একারনে সংক্রমন বাড়ছে বলে দাবী স্বাস্থ্য বিভাগের।
এদিকে রবিবারেও সকাল ৬ টা থেকেই শহরের গুরুত্বপুর্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। তারা যানবাহন ও মানুষের চলাচল কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু পুলিশের অনুপস্থিতিতে মানুষ কোন স্বাস্থ্যবিধি মেনে চলছে না।