নাটোর প্রতিনিধি: শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখ চাষী ফেডারেশনের ৭ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
শনিবার নাটোর চিনিকল গেটের সামনে এই কর্মসুচি পালন করে তারা। মানববন্ধনকালে বক্তব্য রাখেন, নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী , সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, চিনিকলে নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা ৫/৬ মাস ধরে বেতন পান না। ওই বকেয়া বেতনসহ সকল পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের টাকা পরিশোধ করা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বন্ধ, আসন্ন মাড়াাই মৌসুম ২০২০-২১ মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ ,আখ উৎপাদনের স্বার্থে সার বীজ ও কীটনাশক সহ জরুরি উপকরণসমূহ সরবরাহ, আখ চাষীদের আখের পাওনা টাকা পরিশোধ করার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। তারা দ্রæত এ সকল দাবি পূরণ করার আহŸান জানান। যদি আগামী শুক্রবারের আগে তাদের দাবী মেনে না নেওয়া হয় এবং চিনিকলগুলো খুলে না দেওয়া হয় তাহলে রেলপথ, সড়কপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয় হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।