নিজস্ব প্রতিবেদক:
নাটোর ছয় কেজি গাঁজাসহ আসিফ সরকার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। বুধবার শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক আসিফ সরকার নরসিংদী জেলার রায়পুরা থানার কাছারকান্দি এলাকার জালাল সরকারের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৫ এর সদস্যরা জানতে পারে যে আসিফ সরকার নামের এক ব্যক্তি গাঁজা পরিবহন করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল শহরের মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধি অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে কাগজের মোড়াকে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক ও গাঁজার প্যাকেটটি উদ্ধার করা হয়। আটক আসিফ সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে জব্দকৃত গাঁজা নরসিংদী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল। সে দীর্ঘদিন ধরে এভাবে মাদক সংগ্রহ ও দেশের বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।