করোনা ভাইরাস সংক্রমন ঝুকি মোকাবেলায় ও প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। আজ বিকেল ৩টা থেকে এই লকডাউন কার্যক্রর শুরু হবে এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, গত দুই দিনে নাটোরে একজন চিকিৎসক,একজন নার্স সহ মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে নাটোর জেলাকে করোনা ভাইরাস সংক্রমন ঝুকি মুক্ত রাখতে ও তা প্রতিরোধ করতে জেলাকে লকডাউনের ঘোষনা দেওয়া হয়েছে। লকডাউন চলাকালে জেলার সড়ক পথ,নৌ পথ ও আকাশ পথে জেলায় আগমন-বর্হিগমন নিষিদ্ধ করা হইলো। এছাড়াও আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশ বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরী সেবা ও পণ্যবাহী গাড়ী চলাচল করতে পারবে।