নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তৃণমুলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের মুল শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে গতিশীল, বেগবান ও শক্তিশালী করতে হবে।
আর শেখ হাসিনার হাত শক্তিশালী হলে তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন।
বিএনপি’র কাজ ধ্বংস করা, আর আওয়ামী লীগ করে সৃষ্টি। সেই লক্ষ্য নিয়েই আমাদের আওয়ামী লীগকে আজ নবরূপে শক্তিশালী করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তিনি আজ শনিবার নাটোর শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, শহিদুল ইসলাম বকুল এমপি, রত্মা আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে তিনি জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয়ে কম্পিউটার সেলের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুটি কম্পিউটার জেলা আওয়ামী লীগকে হস্তান্তর করেন।