নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মলন অনুষ্ঠিত হচ্ছে। আজ রবিবার নাটোর শংকর গোবিন্দ্র চৌধুরী স্টেডিয়াম মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সেতু মন্ত্রী বলেন,যারা অপরাধ করছেন এবং দলের শৃংখলা নষ্ট করে বিশৃংখলা তৈরী করছেন। তাদের প্রত্যেকের নামের তালিকা প্রধান মন্ত্রীর কাছে রয়েছে। তারা কোন ভাবেই দলে স্থান পাবেন না। কোন চাঁদাবাজ,ভুমি দস্যু,দূর্ণিতীবাজ আওয়ামী লীগে প্রয়োজন নাই। যারা দুঃসময়ে দলের পাশে ছিল তারাই দলের জন্য থাকবেন। কোন সুবিধাবাদী দলে স্থান পাবেন না। প্রধান মন্ত্রীর দুরদর্শিতায় আজ আওয়ামী লীগ সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান,এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,সস্মেলনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। অনুষ্ঠানের শুরুতেই জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। দুপুরে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।