নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা কারাগারে হত্যা মামলার হাজতি ও মাদক মামলায় বন্দি কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কারাগারে ওই দুইজন অসুস্থ হয়ে পরলে চিকিৎসার জন্য তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। মারা যাওয়া কয়েদি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের ওসমান শেখ ও হত্যা মামলার হাজতি পাবনার চক ভারাড়া গ্রামের আনছার শেখ।
নাটোর জেলা কারাগারের সুপার আব্দুর রহিম জানান জানান, নাটোরের লালপুরের ২০২১ সালের একটি হত্যা মামলায় আদালতের মাধ্যেমে কারাগারে আসে পাবনার চক ভারাড়া গ্রামের মৃত ভানু শেখের ছেলে হাজতি আনছার শেখ এবং গত ১৪ মার্চ মাদক মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে কারাগারে আসে সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে ওসমান শেখ। ওসমান শেখ হেরোইন সেবী ছিলেন। তাকে কারাগারে নিয়ে আসার পর থেকে সবসময় নেশার জন্য ছটফট করত। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে রাত প্রায় ৪ টার দিকে হত্যা মামলার হাজতি আনছার শেখ হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকেও চিকিৎসার জন্য নাটোর সদও হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহ দুইটি নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্তের পর মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।