নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা বিএনপি বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক আমিনুল হককে আহ্বায়ক, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শুক্রবার রাতে এই কমিটির অনুমোদন করে কেন্দ্রিয় বিএনপি। বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করেন। বিলুপ্ত জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে নবগঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দুলু বলেন,অচিরেই সম্মেলনের মাধ্যমে নাটোর জেলা বিএনপির একটি শক্তিশালী পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।