নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক কে,এম কামাল হোসেনের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১২ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দল জেলা শাখা সহ সকল পৌর ও উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা,কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শ্রমিক দলের জেলা শাখার সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, কামাল হোসেনের মৃত্যু এমন এক সময় হয়েছে যখন দেশের ক্রান্তি কাল চলছে। তিনি শ্রমিক দলকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করেছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের জন্য কাজ করে গেছেন।