নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের ওপর হামলার প্রতিবাদে ও প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার শহরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ মোড় (মাদ্রাস মোড়) এলাকায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ ও তার সমর্থকদের উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন থেকে অভিযোগ করা হয়,গতকাল মঙ্গলবার পৌর কার্যালয়ে সকলের সামনে প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম ৩নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের ওপর চড়াও হয়ে তাকে মারপিট করে । পরে অস্ত্র বের করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় নাটোর থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত তাকে গ্রেফতার না করায় আন্দোলনে নেমেছে নান্নু শেখ ও তার সমর্থকরা। এ সময় নান্নু শেখ বলেন, মাসুম ও তার পেটোয়া বাহিনীর কাছে সকলেই জিম্মি। এর আগে তার দ্বারা পৌরসভার প্রকৌশলী গোলাম মোস্তফা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান আরজু হামলার শিকার হয়েছিলেন। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেন।
২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, মাসুম ও তার পেটোয়া বাহিনীর কাছে তারা অসহায়। তিনিও মাসুমের এসব কর্মকান্ডের তদন্ত ও তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মহিমা খাতুন ও সংরক্ষিত ওযার্ড কাউন্সিলর কোহিনুর বেগম পান্নাসহ অন্যান্য কাউন্সিলররাও অংশ গ্রহণ করেন। তারা দ্রুততম সময়ের মধ্যে মাসুমকে গ্রেফতার ও ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে আরিফুর রহমান মাসুমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন। একটি সালিশ মিমাংসার বিষয়ে তার (নান্নু শেখের) সাথে শুধু বাক বিতন্ডা হয়েছে। কোন মারপিট করা হয়নি।