নাটোর প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যদায় আনন্দ শোভাযাত্রা, শহীদ বেদিতে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোর হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
আজ ২১ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্র মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠান করে জেলা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড (সাবেক) ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য রত্না আহম্মেদ, নাটোর পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সন্তান কমান্ডের আহ্বায়ক উমা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধার সন্তান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস, পৌর আওয়ামীলীগ সভাপতি সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল জেলা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু ও পৌর সন্তান কমান্ডের সভাপতি আসাদুল ইসলাম বাচ্চু।
বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সম্মান ও স্মৃতি অক্ষুন্ন রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ও প্রত্যয় ব্যাক্ত করেন।