নিজস্ব প্রতিবেদক:
নাটোর রাজবাড়ির অভ্যন্তরে অস্থায়ীভাবে স্থাপিত পাঁচটি দোকান আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে। আজ রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানায় আজ রাত সাড়ে ৯টার দিকে নাটোর রানী ভবানী রাজবাড়ির আনন্দ কালী মন্দিরের পাশে অস্থায়ীভাবে স্থাপন করা বিভিন্ন পণ্যের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৫টা দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে আগুনে পুড়ে দোকানের সকল পণ্য ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্র ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।