নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকা থেকে দুইটি ককটেল ও দেশীয় অস্ত্র সহ মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্রি এলাকায় চেকপোষ্ট চলাকালিন সময়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হল সদর উপজেলার চক সীমান্তপুর গ্রামের মৃত সুরমান আলীর ছেলে মেরাজ উদ্দিন (৩৪) ও বনবেলঘরিয়া মহল্লার ফজলুল হকের ছেলে ওমর ফারুক (৩৬)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান,
নাটোর শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকা নিয়মিত চেকপোষ্টের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল পুলিশের একটি টিম। এ সময় বনবেলঘড়িয়া থেকে শহরগামী দ্রুতগতির একটি মোটর সাইকেলকে গতিরোধ করা হয়। পরে তাদের তল্লাশী করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে দুইটি ককটেল, একটি দেশীয় চাইনিজ কুড়াল, দুইটি হাতুড়ি, একটি গাজার কল্কি উদ্ধার এবং তাদের ব্যাবহৃত মোটর সাইকেল ও দুইটি বাটন মোবাইল ফোন সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে।