নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবাবার রাত ১১ টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে বাস দুইটি পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, শহরের বড়হরিশপুর গনি ফিলিং স্টেশনের সামনে বেশ কয়েকটি বাস ও ট্রাক পার্কিং করা ছিল। রাত ১১ টার দুর্বৃত্তরা সেখানে পার্কিং করা রাজকীয় পরিবহন ও সামিজনি পরিবহনের দুইটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রনে আনে। কারা বাস দুইটিতে আগুন দিয়েছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।