নাটোর শহরের নীচাবাজার এলাকায় শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া মন্দিরের মার্কেটে চুরির ঘটনা ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকানে নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা মালামাল চুরি হয়েছে বলে দোকান মালিকদের অভিযোগ রয়েছে। আজ শুক্রবার ভোরে এই চুরির ঘটনা ঘটে।
জয়মাতা ট্রেডিং এর মালিক প্রসেনজিত কুমার কুন্ডু জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নৈশ প্রহরী বৌদ্ধরাম দায়িত্ব শেষে চলে গেলে মার্কেটের দোকান জয়মাতা ট্রেডিং, চপলা সিটি গোল্ড জুয়েলারী ও মদন মহন বস্ত্রালয় এই তিনটি দোকানের সাটার ফাঁকা করে ভিতরে ঢুকে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় তারা। এই তিনটি দোকান থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা লুটে নিয়েছে চোর বলে জানান দোকানদারেরা।
এ ব্যাপারে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।