নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের বড়হরিশপুর থেকে ৫শ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকার নাটোর-বনপাড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বড়হরিশপুর বাইপাস এলাকার নাটোর-বনপাড়া মহাসড়কে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক দৌয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ডিবি পুলিশের সদস্যা তাদের পিছু নিয়ে ধাওয়া করে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটকরা হলো মনিরুল ইসলাম সবুজ ও ফারুক আহমেদ। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।