নাটোর শহরে আলাইপুর এলাকা থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের আলাইপুর মহল্লার মুসলিম ইনস্টিটিউটের পাশে একটি বাড়ীর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী জানান, দুপুরের দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন আøইপুর মুসলিম ইনস্টিটিউটের পাশে একটি ব্যাগ পড়ে রয়েছে। যা সন্দেহজনক মনে হচ্ছে তাদের কাছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যাগটি খুললে ব্যাগের ভিতরে কাপড় দিয়ে জড়ানো একটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে তুলে দেয় দাফনের জন্য। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ওই এলাকাটি ব্যস্ততম এলাকা হওয়ায় কেউ এই অপরিণত নবজাতকের মরদেহটি খুব সহজেই ফেলে রেখে গেছে। তারপরেও বিষয়টি খতিয়ে দেখা হবে।