স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন ও দায়ীত্বজ্ঞানহীন আচরনের কারনে নাটোরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নাটোরে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ জন। এরমধ্যে ২৪ জনই শহরের কান্দিভিটা,মল্লিকহাটি,চৌকিরপাড়া,পটুয়াপাড়া ও বড়গাছা এলাকার বাসিন্দা। এই পরিস্থিতি আরও বাড়বে বলে শংকা প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। নমুনা পরীক্ষার সংখ্যা বেশী হলে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন।
নাটোর সিভিল সাজন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান জানান,গত চব্বিশ ঘন্টায় ১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।। এতে ৩৪ জনের পজেটিভ রেজাল্ট আসে। এরমধ্যে ২৪ জন শহরের বাসিন্দা এবং অপর ১০ জনের মধ্যে বাগাতিপাড়ায় ৬ জন এবং গুরুদাসপুর ও বড়াইগ্রামে ২ জন করে। নাটোরে এপর্যন্ত ১৪৩৫জন আক্রান্ত হয়েছেন। এসময়ে সুস্থ্য হয়েছেন ১১শ জন । জেলায় এপর্যন্ত ১৬ জন মৃত্যু বরন করেছেন।