নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরে রিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রাহুল ইসলাম নামে নবম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রাত ৯ টার দিকে শহরের পটুয়াপাড়া শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রাহুল ইসলাম শহরের দক্ষিন পটুয়াপাড়া মহল্লার হোটেল ব্যাবসায়ী বেলাল হোসেনের ছেলে ও নাটোর কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে শহরতলীর দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ীতে ফিরছিল রাহুল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত রিক্সার সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে রাহুল মাথায় আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই রাহুলের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রিক্সাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়। তবে রিক্সার চালক পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ হয়নি।