নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহর বিএনপির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শহর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি,যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম,জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, যগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, “২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভোট হলো। প্রত্যেকটা ভোটে ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বিএনপিকে হারিয়ে দিয়ে অবৈধ ভাবে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের অবশ্যই কোন জবাবদীহিতা নেই। ভোট এবং ভাতের অধিকারের আন্দোলন কিন্তু বন্ধ হয় নাই। আপনারা জানেন, বিএনপি’র আহবানে সাড়া দিয়ে গত ৭ জানুয়ারী নির্বাচন জনগন প্রত্যাখান করেছে। আমরা বিজয় লাভ করেছি, বিএনপি বিজয় লাভ করেছে। যতক্ষণ পর্যন্ত ভোট ও ভাতের অধিকার জনগনকে ফিরিয়ে না দেওয়া হবে, এই অবৈধ সরকার পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে।