নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা হত্যা, চাঁদাবাজী,জখম সহ একাধিক মামলার আসামী রাসেদুল ইসলাম কোয়েলকে দুইটি মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন আলম এই রিমান্ড আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয় রাসেদুল ইসলাম কোয়েলকে। পরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা ও ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার দুইটি মামলায় ৭ দিন করে রিমান্ড আবেদন করেন পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, গ্রেফতারকৃত রাসেদুল ইসলাম কোয়েলের একটি হত্যা চেষ্টা ও আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার একটি মামলায় আদালতে হাজিরার দিন ধার্য ছিল। সেজন্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কোয়েলকে কারাগার থেকে আদালতে আনা হয়।
আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামী কোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করেন আদালতের বিচারকের কাছে। বিচারক মামলার শুনানী শেষে দুইটি মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নির্ধারিত সময় তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের সরকার পতনের পর রাসেদুল ইসলাম কোয়েল আত্মগোপনে চলে যায়। এরপর গত ১১ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবি সদস্যরা গ্রেফতার করেন রাসেদুল ইসলাম কোয়েলকে। এদিকে গত ৫ আগষ্টের পর রাসেদুল ইসলাম কোয়েলের বিরুদ্ধে নাটোর সদর থানায় তিনটি হত্যা সহ কয়েকটি মামলা দায়ের হয়েছে।