নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম প্রামাণিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আনোয়ার হোসেন আনু ও জহুরুল ইসলাম প্রামাণিক বাদেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ৫ জন ও ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। পরে তাদের পারস্পরিক সমঝোতায় সভাপতি ও সম্পাদক পদে কোন ভোটাভুটি হয়নি। ফলে তারা দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার বিকেলে নাটোর এন এস সরকারী কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আনোয়ার হোসেন আনু সদ্য বিলুপ্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জহুরুল ইসলাম প্রামাণিক হালসা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
জানা যায়, আনোয়ার হোসেন আনু ছাড়াও সভাপতি পদ প্রত্যাশী অন্য যারা ছিলেন তারা হলেন, আহাদ আলী তেতু , অধ্যাপক আলতাব হোসেন, আব্দুল হালিম আলমাস, নুরুজ্জামান এবং ওসমান গণি ভূঁইয়া। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম প্রামাণিক ছাড়াও অন্য যারা প্রার্থী ছিলেন তারা হলেন, এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, প্রভাষক মোস্তাফিজুর রহমান ও রেজাউল চৌধুরী।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবমুখর পরিবেশে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল , নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, লালপুর-বাাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ , সাবেক সংসদ সদস্য আহাদ আলী সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।