নাটোর সদর উপজেলা সরকারী খাদ্য গোডাউনে পচা ও নিম্নমানের চাল গোডাউনজাত করানোর সময় ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে শহরের বড়গাছা এলাকার সরকারি খাদ্য গোডাউনের ৬নং গোডাউন থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন জানান, নাটোর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান গত রাতে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার একটি আড়ত থেকে ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চাল নিয়ে নাটোরের সরকারি খাদ্য গোডাউনে আসে। আজ বৃহস্পতিবার সকাল থেকে চালগুলো ৬নং গোডাউনে মজুদ করা হচ্ছিল। এ সময় রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা ঘটনাটি প্রশাসনকে জানালে সেখানে অভিযান চালায় প্রশাসন। পরে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন গোডাউনে গিয়ে পচা ও নিম্নমানের চালের সত্যতা পেয়ে চালগুলো ট্রাক সহ জব্দ করেন। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক।