নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালের একটি ওয়ার্ডের সানসেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর হাসপাতালের ইয়োলো জোন ওয়ার্ডের সানসেটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি হাসপাতাল কতৃপক্ষ বা পুলিশ।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনসারুল হক ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকালে হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মহিলা ওয়ার্ডের কোন সেবিকা এ বিষয়ে কিছু বলতে পারেনি। সন্দেহ করা হচ্ছে কেউ হয়তো তাদের অবৈধ সন্তানের মরদেহটি রাতের কোন এক সময় ফেলে রেখে পালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।