নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালের চিকিৎসক রাসেলের চাকুরীচ্যুতি ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার আহম্মেদপুর বাজারে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসুচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,আহম্মেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম মাহবুব রশিদ দিলিপ,আজম আলী কলেজের অধ্যক্ষ এসএম আসাদ উজ জামান, এলাকাবাসী বারেক সরকার, শিশু আরিফুলের বাবা খোদা বক্স সহ গ্রামবাসীরা। বক্তারা এ সময় বলেন, গত ২ নভেম্বর শিশু আরিফুলের গলায় প্লাষ্টিকের বাঁশি আটকে গেলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ রাসেল জরুরী বিভাগে শিশু আরিফুলের গলা কেটে বাঁশি বের করার চেষ্টা করেন। পরে ডাঃ রাসেল উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাবার কথা বলেন । পরে জরুরী বিভাগে গিয়ে দেখা যায় শিশু আরিফুল মারা গেছে। পরে হাসপাতালে ডাঃ রাসেলকে আর খুজে পাওয়া যায়নি। একমাত্র চিকিৎকের খামখেয়ালিপনায় শিশুটি মারা গেছে দাবী করে অভিযুক্ত চিকিৎসকের চাকুরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা। উল্লেখ্য গত ২ নভেম্বর সদর হাসপাতালের ডাঃ রাসেল হাসপাতালের জরুরী বিভাগে শিশু আরিফুলের গলায় আটকে যাওয়া বাঁশি অপারেশন করে বের করতে গিয়ে শিশু আরিফুল মারা যায়।