নিজস্ব প্রতিবেদক:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে নাটোর ১ আসনের মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও তার ভাতিজা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের সমর্থকরা। আজ রবিবার সন্ধ্যার আগে দিয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থামিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় স্টেশনে প্রায় ২০ মিনিটের জন্য ঢাকাগামী একটি ট্রেন আটকা পড়ে। স্টেশনে বিক্ষোভরতরা বলেন বর্তমান সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে। তার পরিবার একসময় এই এলাকার আওয়ামী লীগ নেতা কর্মিদের চরম নির্যাতন করেছেন। সেই বিএনপি পরিবারের সন্তাান বকুলের মনোনয়ন বাতিলের দাবী জানান তারা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।