নিজস্ব প্রতিবেদক:
নাটোর ১ আসনে সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদের সমর্থকদের ভালোবাসার কাছে পরাজিত হলেন বর্তমান এমপি নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল। সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের ভূঞাঁ। আজ রবিবার রাতে তার কার্যালয় থেকে বেসরকারী ভাবে নির্বাচিত করে ঘোষনা দেন তিনি। আবুল কালাম আজাদের প্রাপ্ত ভোট ৭৭৯৪৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫৯৪৭ ভোট। এরআগে ২০১৪ সালে নৌকার প্রার্থী হয়ে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন। পরে ২০১৮ সালে দলীয় নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা আবুল কালাম আজাদকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেন শহিদুল ইসলাম বকুলকে। মনোনয়ন পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তাকে নৌকা প্রতীক দিয়ে দলীয় মনোনয়ন দেন আওয়ামী লীগ। এই নির্বাচনে এলাকাবাসীর সমর্থনে আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে কাজ শুরু করেন তিনি। আজ ভোট গ্রহণ শেষে ভোট গননা করে রির্টানিং কর্মকর্তা আবুল কালাম আজাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন। এদিকে আবুল কালাম আজাদ নির্বাচিত হওয়ায় এলাকাবাসী গভীর আনন্দ উল্লাসে মেতে উঠে তাকে ভালোবাসার প্রকাশ করেন।