নিজস্ব প্রতিবেদক:
নাটোর ২ আসনের নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কর্মিশনার (ভুমি) জোবায়ের হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাত ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকার নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপির একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কাহারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।