নিজস্ব প্রতিবেদক:
নাটোর-২ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাতে পৌরসভার দক্ষিন হাজরানাটোর মহল্লায় এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় ক্যাম্পে টাঙ্গানো পোস্টার ও তিরপল। তবে কোন হতাহত হয়নি কেউ। স্থানীয়রা জানান, এলাকার নৌকা সমর্থকরা গতরাতে নির্বাচনী ক্যাম্পিং শেষে বাড়ীতে চলে যায়। এরপর রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পে টাঙ্গানো পোস্টার ও ক্যাম্পের চারিদিকে থাকা তিরপল পুড়ে যায়। সকালে এলাকার মানুষ রাস্তায় বের হলে ক্যাম্পটি পুড়ে যাওয়া অবস্থায় দেখে বিষয়টি এলাকার আওয়ামী লীগ নেতাদের এবং পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের দক্ষিন হাজরানাটোর এলাকার নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপির একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এমন ঘটনা তিনি গনমাধ্যেম কর্মিদের কাছ থেকে শুনেছেন। এরপর তিনি পুলিশের একটি টিমকে ঘঘটনাস্থলে পাঠিয়েছেন। তারা সেখানে আগুন লাগার সত্যতা পেয়েছেন। ইতিমধ্যে বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে এবং আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।