নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নাটোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন শহীদ জিয়াউর রহমান এর জন্মের মাধ্যমে বাঙালী জাতির সূর্য সন্তান পায়। তিনি প্রথম স্বাধীনতার ঘোষনা দেন । তিনি বাঙালির মুক্তির জন্য ১৯ দফা দাবী ঘোষনা করেন। তিনি প্রথম বাংলাদেশে বহুদলীয় শাসনের প্রবক্তা। তার শাসন আমলে দেশে গণতন্ত্র রক্ষা পায়।