নাটোর প্রতিনিধিঃ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন সহ নানা আয়োজনে নাটোরে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠন।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উমা চৌধুরী জলি,যুগ্ম সম্পাদক সৈয়দ মত্তুর্জা আলী বাবলু সহ জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।