নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে নাটোরে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন , এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামলীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ,পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলু সহ আওয়ামলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।এ ছাড়াও বিকেলে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।