নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে ২১ই আগস্ট শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ের পাশে সড়কের ধারে বৃক্ষ রোপন করে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি , জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনিসহ দলের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়।