নিজস্ব প্রতিবেদকঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।