নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে ঘুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন সহ অন্যান্যরা। এ ছাড়াও সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিকেলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।