নিজস্ব প্রতিবেদক:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই। নান্দনিক মানবিক সিংড়া গড়ে তোলার লক্ষ্যে পাঁচটি নীতিতে অটল থাকার প্রতিজ্ঞা করেছি। পাঁচটি নীতির প্রথমটি ‘জাল যার জলা তাঁর’। এই নীতিতে সরকারি সকল জলাশয়ে জেলেদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোন প্রবাহকে অবৈধ বাধাগ্রস্থ করা হলে তা নির্মূল করা হবে। দ্বিতীয় নীতি ‘দলিল যার জমির মালিকানা তাঁর’ বাস্তবায়নের মাধ্যমে সকল অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো হবে। তৃতীয় নীতি ‘মেধা, যোগ্যতা ও দক্ষতা যার চাকুরী তাঁর’ বাস্তবায়নের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে সকল অবৈধ লেনদেন বন্ধ করা হবে। নির্বাচনের আগে কথা দিয়েছিলাম উন্নয়ন দৃশ্যমান বাড়বে আরো কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থানের সুযোগ আমরা সৎ ও ন্যায় সংগতভাবে সৃষ্টি করতে চাই। আমি আপনাদের ভোট ও ভালবাসা চাই। পাঁচটি নীতির ওপর সিংড়াকে নান্দনিক ও মানবিক সিংড়া হিসেবে গড়ে তুলতে চাই। তবে আমরা ছিলাম মন্ত্রনালয়ের অর্ধেক প্রতিমন্ত্রী। কিন্তু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রনালয়ের পূর্নাঙ্গ দায়িত্ব দিয়েছেন। আপনারা দোয়া করবেন আল্লাহপাক যেন সেই তৌফিক দান করেন যেন সিংড়াবাসির মর্যাদা ও সন্মান বৃদ্ধি করার তৌফিক দান করেন।” প্রতিমন্ত্রী আজ শনিবার বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।