নাটোরে নারদ নদ, মুসা খাঁ ও বড়াল নদীসহ সকল খাল-বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদে করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেসা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্দেশ সকল নদ নদী ও খাল বিলের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। একই সাথে নদ নদীগুলো সংস্কার ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। নারদ নদ, মুসা খাঁ ও বড়াল নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সংস্কারে ১ হাজার ৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সময় সংসদ সদস্য নারদ নদের দুই পাড়ের বস্তিবাসীর স্থানান্তরের জন্য একটি খাস জমি নির্বাচন করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) নির্দেশ দেন। মতবিনিময়ে অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, পৌর মেয়র উমা চৌধুরী জলি টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, সাংবাদিক রেজাউল করিম রেজা,ফারাজী আহম্মদ রফিক বাবনসহ সাংবাদিকবৃন্দ ও অ্যাডভোকেট খগেন রায়সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মতবিনিময়কালে বক্তারা জানান নাটোরবাসী এ কাজের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।