নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) সকালে রূপগঞ্জ উপজেলার বিশ্বরোড, বরাবো ও পূর্বগ্রাম এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত আফসার মোল্লার ছেলে কাজল মোল্লা, একই এলাকার মৃত আব্দুল হারেজের ছেলে আমির হোসেন ও তারাবো হাটিপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে আতিকুর রহমান।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে কাজল মোল্লাকে ৫২ পিস, আমির হোসেনকে ২০ পিস ও আতিকুর রহমানকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।