নাটোর প্রতিনিধি: নারী ধর্ষন ও নির্যাতন বিট পুলিশিং এর উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে নাটোর সদর থানার ৩য় তলায় কনফারেন্স রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সারাদেশে এক যোগে কার্যক্রমের উদ্বোধনীর প্রথম অংশে রঙ্গীন বেলুন ও ফেস্টুন আকাশে উড়ানো হয়। পরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তা সারা দেশের সাথে তারা অংশ গ্রহন করেন এবং কনফারেন্স রুমে একটি সমাবেশের আয়োজন করা হয়। নাটোর জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা,জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান,পৌর মেয়র উমা চৌধুরী জলি। সমাবেশে বক্তরা বলেন বিট পুলিশিং বাংলাদেশ পুলিশের একটা সময় উপযোগী উদ্যোগ। এইটা সত্যিই প্রশংসনীয়। এই কার্যক্রমের মাধ্যমে পুলিশের কার্যক্রম আরো দ্রুত হবে এবং সাধারন জনগন আরো অনেক বেশী উপকৃত হবেন।