নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম দেশটিতে করোনায় কারো মৃত্যু হলো।দেশটির স্বাস্থ্য বিভাগের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাণ হারানো ব্যক্তির বয়স ৫০ বছর। শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ৫০ বছর বয়সের এ ব্যক্তি ছিল আগস্টে অকল্যান্ডে গুচ্ছ সংক্রমণের অংশ। মিডলমোর হাসপাতালে শুক্রবার মারা যান।
এ নিয়ে নিউজিল্যান্ডে কোভিড ১৯-এ মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়াল।
দেশটিতে এর আগে গত ২৪ মে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬৩০ জন।