নিউজ ডেস্ক :
নিখোঁজের পাঁচ দিন পর নাটোরের লালপুর থেকে নাজমুলহোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজবুধবার সকালে উপজেলার বড়াল রেলওয়ে ব্রীজের নিচ থেকেমরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল হোসেনবাগাতিপাড়া উপজেলার ঠেঙ্গামারা গ্রামের বেলালহোসেনের ছেলে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ওনিহতের পরিবার জানায়, গত ৫ দিন আগে নাজমুল হোসেনবাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। এরপর থেকেতার আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। আজ সকালে লালপুররেরবড়াল ব্রিজের নিচে একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রাপুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েমৃরদেহটি উদ্ধার করে। এদিকে ঘটনাস্থটি রেলওয়ে পুলিশেরসীমানা হওয়ায় জিআরপি পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরেজিআরপি পুলিশ এসে মরদেহটি নিয়ে যায় এবং এ বিষয়েমামলা বা আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন তারা।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রেনের ধাক্কা লেগে সে থেকে ব্রিজ পড়ে মারা যায়।