নাটোর প্রতিনিধি:
২৪ দিন থেকে নিখোঁজ থাকা বাউল শিল্পী সুভাস রোজারিওকে (সুভাস ক্ষ্যাপা) কে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার হরিনারায়নপুর শ্মশান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোরের বাউল শিল্পী সুভাস রোজারিও গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় বড়াইগ্রামের চামটা গ্রামের নিজ বাড়ি থেকে সিএনজি যোগে চাটমোহর রেল স্টেশনে যায়। সেই পর্যন্ত তার সাথে স্বজনদের যোগাযোগ ছিল। এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গত ৫ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম থানায় সুভাস রোজারিওর ভাই লুইস রোজারিও একটি লিখিত অভিযোগ দিলে তার সন্ধানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে তল্লাসীর এক পর্যায়ে কুষ্টিয়ার হরিনারায়নপুর শ্মশানে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে ১৮ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে সেখান থেকে বড়াইগ্রাম পুলিশের একটি দল তাকে উদ্ধার করে নাটোরে নিয়ে আসে। সুভাস রোজারিওকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, জাগতিক সবকিছু পরিত্যাগের জন্য ও যোগ সাধনার জন্য নিভৃত স্থানে অবস্থান করতে অজানার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাকে কেউ অপহরণ করেনি।