নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতক্ষণ পর্যন্ত আগামি জাতীয় নির্বাচন না হবে,নির্বাচিত সরকার যতক্ষন পর্যন্ত না আসবে ততক্ষন পর্যন্ত বিএনপি এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা পাহাড়ার ব্যাবস্থা করবেন। আওয়ামী লীগের কোন সন্ত্রাসী,কোন মাস্তান, এই ফ্যাসিবাদের স্থান শুধু নাটোর না বাংলাদেশের মাটিতে হবেনা। তিনি আজ শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার হাপানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন। পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি,জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।