নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুরে রাজীর আহম্মেদ রাজু (২৫) নামে এক মাদকসেবী ব্লেড দিয়ে নিজের অণ্ডকোষ কেটে খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে।
ঈদের দিন বুধবার সন্ধ্যায় উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজু উপজেলার শালিকা গ্রামের খায়রুল ইসলামের ছেলে ও এক সন্তানের জনক।
প্রতিবেশী ও রাজুর পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, রাজু মাদকাসক্ত। চিকিৎসার জন্য অভিভাবকেরা তাকে ময়মনসিংহ মাদক নিরাময় কেন্দ্রে রাখেন।
দুই বছর পর সেখান থেকে ফিরে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন রাজু। ঈদের আগের দিন গ্রামে প্রতিবেশীকে ছাগলকে খাসি করাতে দেখেন। এ সময় এক ব্যক্তিকে সেই অণ্ডকোষ কাঁচা খেতে দেখেন। তাকে রাজু জিজ্ঞেস করলে জানান, অণ্ডকোষ খেলে শরীরে অন্য রকম শক্তির সঞ্চার হয়।
ঈদের দিন সন্ধ্যায় দোকান থেকে ব্লেড কিনে ঘরের দরজা বন্ধ করে দেন রাজু। এরপর নিজের অণ্ডকোষ কেটে খাওয়া শুরু করেন। দরজার নিচ দিয়ে রক্ত বের হয়ে আসলে পরিবারের সদস্যরা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এরপর রাজুকে উদ্ধার করে প্রথমে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজুর চাচা মো. নূরুজ্জামান বলেন, ‘রাজু মাদকাসক্ত। নেশার ঘোরে অণ্ডকোষ কেটে ফেলেছে। তবে সেটি খাইনি।’
তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়েছে। এখন সুস্থ আছে।’
স্থানীয় মহিষমারা ইউপি সদস্য লাল মিয়া বলেন, ‘রাজু দীর্ঘদিন মাদকাসক্ত। আগে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর মাথা ফাটিয়েছিল। চেয়ারম্যানসহ আমরা সে বিষয়ে সালিসও করেছি। এবার আবার শুনলাম, নিজের অণ্ডকোষ কেটে খেয়ে ফেলেছে।’
তথ্য সুত্রঃ poriborton.com