রাজধানীর কলাবাগানে নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলেকে প্রেপ্তার করেছে র্যাব সেই সাথে হাজী সেলিমের বাসায় তল্লাশি চলছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার সকালে তার নামে ধানমন্ডি থানায় মামলা করা হয়। ৪ জনের নামসহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও দুই তিন জনকে। এ ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।
গত রাত ১০টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ। এ সময় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। প্রতিবাদ করলে, লেফটেন্যান্ট ওয়াসিফকে বেধড়ক মারধর করেন হাজী সেলিমের ছেলের দেহরক্ষীরা। একপর্যায়ে যোগ দেন হাজী সেলিমের ছেলেও। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে এলে গাড়ি রেখে সটকে পরেন সংসদ সদস্যের ছেলেসহ অন্যরা।
ঘটনাস্থলের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছ সামাজিক যোগাযোগ মাধ্যমে।