নিজস্ব প্রতিবেদক:
ধানের মূল্য প্রতিমন ১১ শ’ টাকা পুনঃনির্ধারণ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী এলাকা থেকে বাংলাদেশ জাতীয় কৃষক সমিতি জেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বেরকরা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, যুব মৈত্রী জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম মাহবুব, সাধারণ সম্পাদক বিশ্বনাথ বিশু, আব্দুল করিম সহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তার অনেক কষ্টে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। ধানের মূল্যপ্রতিমন ১১ শ’ টাকা পুনঃনির্ধারণ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবী জানান বক্তারা।