নিজস্ব প্রতিবেদক:
বেলুন উড়িয়ে ও কেক কেটে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন করেছে নাটোরের জেলা পুলিশ। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এই কেক কাটা ও আনন্দ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। এসময় পুলিশ সুপার জানান, “আমার টাকায় আমার সেতু-বাংলাদেশের পদ্মা সেতু ” এই শ্লোগানে আমাদের গর্বের সেতুর উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী। দেশবাসীর সাথে সাথে সমস্ত পুলিশ সদস্যরা খুশি। তাই সেই খুশি উদযাপন করতে এই আয়োজন। ছোট্ট একটি আয়োজনের মধ্য দিয়ে আমরাও আমরাও ইতিহাসের অংশ হয়েছি। বঙ্গবন্ধু কন্যা সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেখিয়ে দিলেন, বাংলাদেশের মানুষও পারে। শুধু কোটি মানুষের স্বপ্নের সেই পদ্মা সেতু কেন আমরা অনেক কিছুই করে দেখিয়ে দিতে পারি।”