যশোর প্রতিনিধি:
পাঠকপ্রিয় নিউজপোর্টাল পরিবর্তন ডটকম বন্ধ করে দেওয়ায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিনা নোটিশে নিউজসাইটটি বন্ধের ঘটনাকে স্বৈরাচারী ও হঠকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এক বিবৃতিতে অবিলম্বে পরিবর্তন ডটকমসহ এর আগে বন্ধ করা সকল গণমাধ্যম খুলে দিয়ে সংবাদমাধ্যমের ওপর দৃশ্য-অদৃশ্য সব ধরনের খড়গ তুলে নেওয়ার দাবি জানান।
একই সাথে নেতৃবৃন্দ পবিত্র রমজান ও ঈদুল ফেতরকে সামনে রেখে যশোরের কর্মরত সকল সাংবাদিকদের যখাসময়ে বেতন ও বোনাস প্রদানের জন্য পত্রিকার মালিক পক্ষের প্রতি আহবান জানান।