নাটোরসহ সারাদেশে যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত ক্রেডিট সুপারভাইজারের পদবী পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নামকরণে উল্লসিত হয়েছেন সংশ্লিষ্ট পদে কর্মরতরা। আজ বৃহস্পতিবার বিকালে জেলার সংশ্লিষ্ট চাকুরীজীবীগণ জেলা কার্যালয়ে উপ পরিচালক আকবর আলী খান এর সাথে দেখা করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার ১৬জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৩ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলরুবা শারমিন জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিক্রমে এবং প্রয়োজনীয় বিধি-বিধান ও শর্তসমূহ পালন করে ‘ক্রেডিট সুপারভাইজার’ এর পদবী পরিবর্তন করে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ নামকরণে আদেশ জারি করেন।
এরআগে ১৭ আগস্ট ২০১৭ জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভার পর্যবেক্ষণে বলা হয়, প্রস্তাবিত পদ নাম পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা করা হলে তাদের কার্যাবলীর সাথে সামঞ্জস্যপুর্ণ হবে এবং প্রস্তাবিত পদধারীগণ উৎসাহ বোধ করবেন। কাজের গতি বাড়বে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। যুব কার্যক্রম ত্বরানিত হবে।
সভার কার্য বিবরনীতে বলা হয়, ১১তম গ্রেডভূক্ত ক্রেডিট সুপারভাইজার ১০ম গ্রেডভূক্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ফিডার পদ। এক্ষেত্রে প্রস্তাবিত পদ নাম পরিবর্তন করা হলে তাতে বিধিগত কোনো বাধা নেই। সভার সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, ক্রেডিট সুপারভাইজার এর পদ নাম পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নামকরণে বিধিগত কোনো বাধা কিংবা সরকারের আর্থিক সংশ্লেষ নেই, তাই যোগ্যতা ও বেতন গ্রেড কোনোরূপ পরিবর্তন না করে শুধুমাত্র পদ নাম পরিবর্তন করা যায়।
উল্লেখিত সভার সিদ্ধান্তের আলোকে ১৫ অক্টোবর ২০১৭ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাকিয়া সুলতানা স্বাক্ষরিত চিঠিতে ক্রেডিট সুপারভাইজারের পদবি পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নামকরণের সম্মতি প্রদান করা হয়। পরবর্ত্তীতে ৪ ফেব্রুয়ারি অর্থ বিভাগ এই নামকরণে সম্মতি প্রদান করে।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, নাটোর জেলার ছয়টি উপজেলায় ১৬ জনসহ সারাদেশে ৪৭৫টি উপজেলা ও ইউনিট অফিসপ্রতি তিনজন করে প্রায় দেড় হাজার ক্রেডিট সুপারভাইজার কর্মরত রয়েছেন। মাঠ পর্যায়ে যুব প্রশিক্ষণ, যুব ঋণ বিতরণ ও আদায়, যুব সংগঠনের সাথে যোগাযোগ, বেকারত্ব দুরীকরণে যুব সমাজের মধ্যে আত্নকর্মসংস্থানে উৎসাহ প্রদান তথা যুব সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এসব ক্রেডিট সুপারভাইজারবৃন্দ। এছাড়া বৃক্ষরোপন, স্যানিটেশন, অটিজম সচেতনতা, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, মাদক মুক্ত সমাজ গঠন, যৌতুক বিরোধী কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখছেন তাঁরা। ন্যুনতম স্নাতক ডিগ্রিধারী ক্রেডিট সুপারভাইজারবৃন্দ অধিকাংশ ক্ষেত্রে পদোন্নতি ছাড়াই একই পদে কর্মরত থেকে অবসরে যাচ্ছেন।
এদিকে পদবী পরিবর্তনে উল্লসিত যুব উন্নয়ন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অধুনালুপ্ত : ক্রেডিট সুপারভাইজার) কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার প্রেসিডেন্ট এফ এ ওয়াশী বাপী বলেন, যুব কার্যক্রম বাস্তবায়নে গতিশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে। কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এস এম জসিম উদ্দিন জানান, দীর্ঘ ১৭ বছরের কাংখিত দাবী পূরন হওয়াতে আমরা আরো নিবেদিত প্রাণ হয়ে দায়িত্ব পালন করবো। দাবী পূরন হওয়াতে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক আকবর আলী খান বলেন, যুব কার্যক্রম বাস্তনায়নে ক্রেডিট সুপারভাইজাররাই মূল চালিকা শক্তি। কাংখিত পদবী পরিবর্তনের মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং তারা প্রেষিত হবেন। ফলে আমাদের লক্ষ্য পূরণ হবে সহজসাধ্য।