গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৯ বছরের এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিশুটি স্থানীয় আলোক বর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার ওই শিশুকে আটক করে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত শিশু খোরশেদ আলম স্থানীয় আলোকবর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তবে শিশুটির বড়ভাই আব্দুল খালেক পুরো বিষয়টি সাজানো বলে জানিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার (১২ই সেপ্টেম্বর) দুপুরের দিকে অন্যদের সঙ্গে খেলার একপর্যায়ে অভিযুক্ত শিশু পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে পাঁচ বছরের শিশুটিকে ধর্ষণ করে। এ সময় নির্যাতনের শিকার শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার সাঘাটা থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্ত শিশুকে তার বাড়ি থেকে আটক করে আদালতে পাঠায়। এতে সাক্ষী করা হয়েছে ৭ বছর বয়সী অপর দুই শিশুকে।
শিশুটির বড়ভাই আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি সাজানো। সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এ মামলা করা হয়েছে। এমন বয়স তার হয়নি আমি চাই, এটার একটা সুষ্ঠ বিচার যেন হয়।’
সাঘাটা থানার ওসি মো. বেলাল হোসেন বলেন, ‘সাঘাটায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’